স্পোর্টস ডেস্ক : উইম্বলডনের সেমিফাইনালে ক্যামেরন নরিকে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন নোভাক জোকোভিচ। ম্যাচ জিতেই নোভাক জোকোভিচ সেন্টার কোর্টে যে হুংকরটা ছাড়েন, তাতেই বোঝা যাচ্ছিল ছয়বারের উইম্বলডন চ্যাম্পিয়ন কতটা চাপে ছিলেন। ব্রিটেনের ক্যামেরন নরি সত্যিই একটা সময় চাপে ফেলে দিয়েছিলেন জোকোভিচকে। শেষ পর্যন্ত অবশ্য চার সেট লড়াইয়ে অষ্টমবারের মতো উইম্বলডন ফাইনালে উঠতে জোকোভিচের সময় লেগেছে ঠিক আড়াই ঘণ্টা।
ম্যাচের শুরুতেই চমকে দিয়েছিলেন নরি। ভেঙে দেন জোকোভিচের সার্ভিস। এই সেটে এরপর নরিই দাপট দেখিয়েছেন। এর পেছনে অবশ্য জোকোভিচের অবদানও কম ছিল না। একের পর এক আনফোর্সড এরর করে যান শীর্ষ বাছাই জোকোভিচ। এর আগে একবারই জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন নরি। গত বছর এটিপি টুর ফাইনালসের ওই লড়াইয়ে স্ট্রেট সেটে নরিকে উড়িয়ে দিয়েছিলেন জোকোভিচ। তিনটির বেশি গেম জিততে পারেনি নরি।
সবাই যখন ভাবছেন দ্বিতীয় সেটে নরি আরো চেপে ধরবেন জোকোভিচকে, ঠিক তখনই ছয়বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ছন্দে ফিরতে শুরু করেন। করোনার টিকা নিয়ে ঝামেলায় রজার ফেদেরারের সমান ২০ গ্র্যান্ড স্লামেই আটকে আছেন জোকোভিচ। এর মধ্যে রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতে গ্র্যান্ড স্লামের সংখ্যা নিয়ে গেছেন ২২টিতে। আগামী পরশু অনুষ্ঠিতব্য ফাইনালে ফেদেরারকে ছাড়ানোর আর নাদালের আরেকটু কাছে যাওয়ার সুযোগ জোকোভিচের সামনে।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭