ডেস্ক নিউজ : ক্যারিবিয়ানে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৩৫ রানে হেরেছিল বাংলাদেশ। গায়ানায় আজ রাত সাড়ে ১১টায় ক্যারিবিয়ানদের সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি লড়বে বাংলাদেশ। তবে শঙ্কা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
এবারও গায়ানায় একই রকম উইকেট দেখছেন রিয়াদ। তাই এর সুবিধা নেওয়ার কথা বলছেন তিনি। উইকেটের ফায়দা নিতে এক পেসারের জায়গায় আবারও একাদশে ফিরতে পারেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। গায়ানাতেও বৃষ্টি বাগড়া দিতে পারে, তাই ম্যাচ পণ্ড হওয়ারও শঙ্কা আছে।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২