তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক মাসুদ বিল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. কামরুল ইসলাম, সাংবাদিক ধ্রুব সরকার, সুমন রায়, চারণ গোপাল চক্রবর্ত্তী, এনসি সরকার, আল নোমান শান্ত, কালিদাস সাহা বাবু অনেকেই উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায়, দুর্গাপুরের নানা উন্নয়ন কাজ সততা ও নিষ্ঠার সাথে গণমানুষের কথা তুলে ধরার অনুরোধ জানান।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৮