ডেস্ক নিউজ : বন্যা দুর্গতদের সহায়তার জন্য সিটি ব্যাংক ১০ কোটি টাকার অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছে।
গত সোমবার (জুন ২৭, ২০২২) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস-এর হাতে অনুদানের চেক তুলে দেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শেখ মারুফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৩