বিনোদন ডেস্ক : আগামী ঈদে চ্যানেল আইতে প্রচার হবে সাতটি নতুন সিনেমা। এ ধারাবাহিকতায় ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোস্টমাস্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’।
পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইস্টিশন’।
অভিনয়ে রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ। ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮