স্পোর্টস ডেস্ক : মরগ্যানের সময়কালে ইংল্যান্ডের সহঅধিনায়ক ছিলেন বাটলার। এবার পেলেন নেতৃত্বের দায়িত্ব। তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কী বলেছেন, ‘মরগ্যানের পর বাটলারকে অধিনায়ক নিয়োগ দিতে আমার কোনো দ্বিধা নেই। সে আমাদের জন্য পারফেক্ট চয়েজ। ও ড্রেসিং রুমে সতীর্থদের কাছে অনেক প্রিয়। তাকে সবাই শ্রদ্ধাও করে।’
কী যোগ করেন, ‘আমি বিশ্বাস করি যে নতুন এই দায়িত্ব বাটলারকে আরও উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। আশা করছি সে আমাদের আরও সামনের দিকে নিয়ে যাবে। সত্যিই সে এ সুযোগটার প্রাপ্য।’বাটলার রঙিন পোশাকে ইংল্যান্ডকে এখন পর্যন্ত মোট ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ওয়ানডে ৯টি ও টি-টোয়েন্টি ৫টি। ওয়ানডেতে অধিনায়ক হিসিবে তার জয় ৬ ম্যাচে। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বাটলার জিতিয়েছেন ৩ ম্যাচে। ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০৮ রান করেছেন এ তারকা।
কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫