বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোমবার দুপুরে বাস চাপায় তাফসিয়া হোসেন রিপা (৮) এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কামাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসিয়া হোসেন উপজেলার বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস স্কুল ছাত্রী রিপাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী প্রাণ হারায়। স্থানীয়দের সহায়তায় ইউনিক পরিবহনের বাসটি আটক করতে সক্ষম হই। তবে ঘাতক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত শিশুর পিতা জাকির হোসেন অভিযোগ করেন, চালকদের বেপরোয়া চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্প্রিড বেকার অথবা সেখানে ওভার পাস তৈরি করে দেওয়া হোক।
কিউএনবি/অনিমা /২৭.০৬.২০২২/ রাত ১০.৩৩