আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পাঠানো মানবিক সহায়তা কার্যকর করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রচেষ্টাকে নিবিড়ভাবে সমন্বয় করার জন্য কাবুল দূতাবাসে একটি প্রযুক্তিগত দল মোতায়েন করেছে ভারত। ওই প্রযুক্তিগত দলটি বৃহস্পতিবার কাবুলে পৌঁছেছে। কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসে ওই দলটি অবস্থান করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক সহায়তা কার্যকর করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য এবং আফগান জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততার ধারাবাহিকতায়, একটি ভারতীয় প্রযুক্তিগত দল কাবুলে পৌঁছেছে। সেখানে আমাদের দূতাবাসে অবস্থান করছে তারা।
এদিকে, ভারতের এই সহায়তার উদ্যোগকে স্বাগত জানিয়েছে তালেবান সরকার। আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও ঐহিত্যগত সম্পর্ক রয়েছে। সম্প্রতি, অন্য একটি ভারতীয় দল আফগানিস্তানে আমাদের মানবিক সহায়তার বিতরণ কার্যক্রম তদারকি করতে কাবুল সফর করেছে এবং তালেবানের জেষ্ঠ্য সদস্যদের সঙ্গে দেখা করেছেন। পরিদর্শনকালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি মূল্যায়নও করা হয়।
কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫