বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আকস্মিক বন্যা পরিস্থিতিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক অংশ নেয়। সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হিমেল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম প্রমুখ।
বক্তারা বলেন, আকষ্মিক বন্যার জন্য প্রকৃতির চেয়ে মানুষের অসচেতনতা দায়ী । মানুষ নদী-নালা খালে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলছে। পৌরশহরের উপর দিয়ে বয়ে যাওয়া কালন্দি খাল এবং দক্ষিণ ইউনিয়নের জাজি নদীতে ময়লা আবর্জনা জমে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। দখলদাররা এসব খালে দোকান-পাট নির্মাণ করে খাল সংকুচিত করে ফেলেছে। এজন্য দ্রুত পানি নিষ্কাশন হয় না। উজানের পানি ও অতি বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের জন্য নদী-নালা ও খালগুলো ময়লা আবর্জনা মুক্ত করতে হবে। পুকুর-ডোবা যাতে ভরাট না করা হয় সে ব্যপারে জনগণকে সচেতন করতে হবে। এছাড়া হাওড়া নদীসহ অন্যান্য নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা উজানের পানি যাতে দ্রুত নিষ্কাশন হয় সে ব্যপারে সচেতন থাকতে হবে। নদী দখলমুক্ত করার উপর গুরুত্বারূপ করা হয়।
সভায়, বন্যা মোকাবেলায় আগাম প্রস্ততি হিসেবে উপজেলার ৪৬টি স্কুলে আশ্রয় কেন্দ্র খোলার জন্য চিহ্নিত করা হয়েছে। কারও বাড়িতে পানি উঠে গেলে সেখানে আশ্রয় দেওয়া হবে। প্রতিটি ইউউনিয়নে একজন চিকিৎসকের নেতৃত্বে চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ টেবলেট দূর্গত এলাকায় বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নের দূর্যোগ প্রতিরোধ কমিটিগুলোকে সক্রিয় করার সিদ্ধান্ত হয়।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৩