রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্না বাহিনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে ইউনাইটেড প্রেসক্লাবের সামনে এ মানবনন্ধন করেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ইউনাইটেড প্রেসক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খাজা ইউনুস ইসলাম ঈদুল,
বক্তব্য মানববন্ধনে রাখেন-সাধারণ সম্পাদক সাংবাদিক রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল হান্নান, রাজু আহমেদ, সিরাজ উদ দ্দৌলা, বুলবুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহফুজ ইকরাম, আবুল কালাম আজাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গত ১৫জুন গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে সন্ত্রাসী মুন্না বাহিনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের সুুদৃষ্টি কামনা করেন এবং সারাদেশে বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দ জ্ঞাপন করেন।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫