তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাইরুল ইসলাম (২১) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত খাইরুল ইসলাম সোমেশ্বরী নদীতে ট্রাকে বালু বিক্রি শেষে তার বাসার সামনে ট্রাকটি রেখে রাস্তার সাইডে দাঁড়িয়ে অন্য ট্রাকচালককে তার গাড়ীর হেলপারকে নিয়ে যাওয়ার জন্য ইশারা দিলে দুর্গাপুর থেকে আসা বালু ভর্তি অপর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খাইরুলের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, ঘাতক ট্টাকটিকে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদনন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০