বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী টনকী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ব্রিজের নিচে দীর্ঘদিন যাবৎ কচুরিপানা জমে থাকার কারণে পানির প্রবাহ একেবারে কমে গিয়েছিল, এখানে কচুরিপানার স্তর এমনভাবে জমে গিয়েছিল যে, তার উপর দিয়ে যে কেউ অনায়াসে হেঁটে এপার থেকে ওপার যেতে পারে। এই খালটি দিয়ে মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী প্রায় ১০টি গ্রামের পানি প্রবাহিত হয়ে থাকে।
সম্প্রতি হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, এই ব্রিজটির নিচ দিয়ে পানি সঠিক ভাবে প্রবাহিত না হওয়ার কারণে দুর্ভোগে পড়ে অত্র এলাকার বেশ কয়েকটি গ্রাম, প্লাবিত হয় বেশ কয়েকটি নিচু এলাকা পুকুর ও জলাশয়। ব্যাহত হত আবাদি জমি ধান চাষ। এসব কিছু চিন্তা করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া এলাকাবাসীর পরামর্শ নিয়ে তার নিজ উদ্যোগে ব্রিজের নিচে জমেথাকা কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগ গ্রহন করেন। এলাকার জনস্বার্থে তার এই উদ্যোগটির প্রশংসা করেন সচেতন মহল।
০৭ জন শ্রমিক ২দিনব্যাপী চেষ্টা করে ব্রিজের নিচে থাকা কচুরিপানা পরিষ্কার করতে সক্ষম হয়েছে। এতে করে উজান এলাকায় জমে থাকা বন্যার পানি কমতে শুরু করেছে। এছাড়াও মাঝিগাছা গ্রামের কর্দমাক্ত রাস্তাটি বালি ফেলে সংস্কার করে দেওয়ায় সকলের প্রশংসা পাচ্ছেন মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া।
সকালে প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি জানান, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য, আমি আমার সাধ্যমত চেষ্টা করছি আমার ওয়ার্ডের জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকার। আর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তার এই কাজটি সঠিক সময়ে করে দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬