মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় স্থানীয় জয়নাল আবেদীন মিঞা ও মোকলেছের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক ক্যাবল ব্যবসায়ী সুমন মিরের ডিস ইন্টারনেটের লাইন কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার দুপুরে ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন। এরআগে রোববার দুপুরে আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে এঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।ক্যাবল ব্যবসায়ী সুমন মীর অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ দিন ধরে সরকারকে ভ্যাট দিয়ে ডিস ও ইন্টারনেট ব্যবসা করে আসছি। আমার প্রতিষ্ঠান গ্রাহকদের সুষ্ঠ সেবা দিয়ে আসছে। স্থানীয় জয়নাল ও মোকলেছ আমার এই ব্যবসা অবৈধভাবে দখল নিতে বিভিন্নভাবে পায়তারা করে আসছে।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরের দিকে তাদের নেতৃত্বে ৩০-৪০জন সাঙ্গপাঙ্গরা আমার প্রায় ৩০০ ডিস ও ইন্টারনেটের সংযোগ কেটে দেয়। এবং সংযোগকৃত তার কেটে টুকরো করে ফেলে। এসময় আমার স্টাফ ইমরান, মিঠু, বাবু, শাকিল, মোস্তাক ও সোহান তাদেরকে এই কাজে বাঁধা দিতে গেলে তারা আমার লোকজনকে মেরে জখম করে। এই সংযোগ কাটার ঘটনায় আমার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পরে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আশা করছি প্রশাসন এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিবেন। এছাড়া জয়নাল ও মোকলেছের বিরুদ্ধে এলাকায় জোরপূর্বক জমি দখলেরও অভিযোগ রয়েছে। এবিষয়ে জানতে প্রথমে জয়নাল আবেদীন মিঞা’র মুঠো ফোনে কয়েকবার ফোন করা হলে সে রিসিভ করেনি। পরে মোকলেছের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, ডিসের ব্যবসা সেই মুরাদ জংয়ের আমল থেকে শুরু করে দি রোজের পিছনে মোল্লা বাজার এলাকায় আমাদের একটা এ্যারিয়া আছে। যা তুহিন ভাই, সুমন ভূঁইয়া ও শাহাদাত ভাইও জানেন।
আমরা ওই এ্যারিয়ায় ব্যবসা করে আসছি। সুমন মির ইদানিং ডিসের ব্যবসা করতো না, সে ইন্টারনেট ব্যবসা করে। সে ডিসের সংযোগ দিতে একটা তার ঝু্লিয়েছিলো আমরা সেই তার খুলে দেই। তার নেটের লাইন কাটার কোন প্রশ্নই আসে না। আমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে সে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্যঃ এই ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জয়নাল ও মোকলেছের নেতৃত্বে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রনির বাসা-বাড়ীতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেন।