স্পোর্টস ডেস্ক : ১৯ বছর পর বিরল এক অভিজ্ঞতার সম্মুখীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় বৃহস্পতিবার রাত ৮টায় খেলা শুরু হলেও দেশে বসে সরাসরি খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। তবে আইসিসি টিভি অ্যাপে খেলা দেখার জন্য দুই ডলার করে খরচ করতে হবে (বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকা)।
টিভিতে খেলা দেখানোর বিষয়ে বিসিবির কিছু করার নেই। তবে অনলাইন বা ইউটিউবে যাতে খেলা দেখা যায় সেজন্য চেষ্টা করছে বিসিবি। আর ভবিষ্যতে যাতে এমন সমস্যার মুখোমুখি না হতে হয় সেজন্য এখন থেকেই পদক্ষেপ নেবে বোর্ড।
আইসিসি টিভিতে খেলা দেখার পদ্ধতি অনেকের কাছে কঠিন। সব মিলিয়ে ক্যারিবীয় সিরিজ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক দর্শক। তাদের কথা ভেবে বিনামূল্যে খেলা দেখানোর চেষ্টা করছে বিসিবি।
বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বলেন, আইসিসি টিভি একটা প্ল্যাটফর্ম। সেখানে ম্যাচ দেখা যাবে। যারা সম্প্রচারস্বত্ব নিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি টিভিতে খেলা দেখানোর ব্যবস্থা করেছে। এই অ্যাপে মূল্য পরিশোধ করে খেলা দেখতে হয়। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ যেকোনো দর্শক তাদের ডিভাইসে বিনামূল্যে খেলা দেখতে পারেন।
তিনি আরও বলেন, আমাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টা করছে। কিন্তু সময় কম, এ সময়ের মধ্যে পুরো বিষয়টা আয়োজন করে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়ার ব্যাপারেও টেকনিক্যাল টিম কাজ করছে।
বিসিবির মিডিয়া স্বত্ব যারা কিনেছেন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এবার খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বাংলাদেশ সিরিজের প্রচারস্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’।
টিএসএমের কাছ থেকে বাংলাদেশে দুটি বেসরকারি চ্যানেল সাধারণত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি টিভিতে সম্প্রচারস্বত্ব কিনে নেয়। তাদের সিন্ডিকেটের একটি ব্যবসায়িক দ্বন্দ্বে সম্প্রচার নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তারা টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের কাছ থেকে ফিড নেবে না। তাই বাংলাদেশের সমর্থকরা তামিম-সাকিবদের খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেও এমন জটিলতা তৈরি হয়েছিল। ম্যাচ শুরুর আগের দিন সেটা সমাধান হয়ে যায়। তবে ক্রিকেটপ্রেমী দেশে পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে এজন্য এখন থেকে বিসিবি সতর্ক থাকবে বলে জানান বিসিবির সিইও।
কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২/ রাত ১১.৩২