স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটের একটি টাই ম্যাচ জায়গা করে নিল রেকর্ডের পাতায়। রোববার শ্রীলংকার চলমান মেজর ক্লাবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে কালুতারা টাউন ক্লাব ও গল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকল। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচটির দৈর্ঘ্য কমে হয়ে যায় ৬ ওভারে। দুই দলই ৯ উইকেট হারিয়ে ৩০ রান করে সংগ্রহ করতে পারে।
ছেলেদের টি-টোয়েন্টিতে টাই ম্যাচে এটাই সর্বনিম্ন স্কোর। কালুতারা ও গলের ম্যাচটিতে হওয়া ১২ ওভারের মধ্যে উইকেট পড়েনি স্রেফ দুটি ওভারে। উইকেটপ্রতি রান এসেছে ৩.৩৩ করে। ১০ ওভারের বেশি স্থায়ী হওয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচে যা সর্বনিম্ন। কলম্বোর এই ম্যাচে পড়া ১৮ উইকেটের মধ্যে বাঁহাতি স্পিনাররা নেন ১১টি। চারটি ছিল রানআউট।
দুর্দান্ত বোলিং উপহার দেন কালুতারার ইনশাকা সিরিবর্দনে। ২ ওভার হাত ঘুরিয়ে বাঁহাতি এই স্পিনার ৫ উইকেট নেন স্রেফ ৫ রান দিয়ে; যা তার ক্যারিয়ার সেরা। এক ওভারেই নেন চারটি। মোট ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। গ্রুপপর্বের ম্যাচ হওয়ায় সুপার ওভার ছিল না। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নকআউট পর্বের ম্যাচ টাই হলেই কেবল খেলা হবে সুপার ওভারে।
কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫