ডেস্ক নিউজ : শুক্রবার (২৭ মে) ভোরে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ঘণ্টা দুয়েক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে ফজরের দিকে বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দোকানগুলোতে। এতে অন্তত ২১টি দোকান পুড়ে গেছে। এ ক্ষতি আমরা পূরণ করব কীভাবে।
জাকির হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, ‘আমার বিকাশের দোকান ও আমার এক আত্মীয়ের একটি মোবাইলের দোকান পুড়ে গেছে। মোবাইলের দোকানে ১৫০টি মোবাইলসহ অন্য মালামাল পুড়েছে। বাজারের সঙ্গে শরণখোলা উপজেলা সদরের যোগাযোগের সড়কে থাকা ব্রিজ ভাঙা থাকায় ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে। যার ফলে আগুনে বেশি দোকান পুড়েছে।’
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কীভাবে এই আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।
কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০০