এম এ রহিম চৌগাছা (যশোর) : “শুরুহোক আপনার সফলতার গল্প” এ শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় এবি ব্যাংক লিমিটেড এর এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ মে শুক্রবার বিকেলে শহরের ভাস্কর্যের মোড়ে হোন্ডা শোরুমের উপরে এ এজেন্ট শাখার উদ্বোধন করা হয়। এতে সভাপত্বি করেন চৌগাছা সরকারি কলেজের অধ্যাপক কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তৃতা করেন এবি ব্যাংক লিমিটেড যশোর শাখার ব্যাবস্থাপক মাহমুদুল কুদ্দুস। ব্যাংকটির রিলেশনশিপ অফিসার মিঠু কুমার দের পরিচালনায় বিশিষ অতিথির বক্তৃতা করেনসোনালী ব্যাংক পুড়াপাড়া শাখার সাবেক ব্যাবস্থাপক শহিদুল ইসলাম, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা রবিউলইসলাম, সাংবাদিক এম এ রহিম, ডিভাইন গ্রুপের চৌগাছা ম্যানেজার তারেক রহমান,চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ খোকন,স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতা আনন্দ কুমার রাহাপ্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন,বাংলাদেশ ব্যাংকের অনুমতি ক্রমে সমস্ত নিয়মকানুন মেনে এবি ব্যাংকের চৌগাছা এজেন্ট ব্যাংকিং উদ্বোধন হলো। এবি ব্যাংকের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিংয়ের সুযোগ-সুবিধার পাশাপাশি এজেন্ট শাখা থেকে সেভিং কারেন্ট ডিপিএস এফডিআরসহ সবধরনের একাউন্ট খোলা যাবে। এ শাখা থেকে ছাত্র-ছাত্রী প্রবাসী অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী নারী-পুরুষ উদ্যোক্তাদের লাভজনক ব্যাংকিং সুবিধা দেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাক ১০:০০