বিনোদন ডেক্স : সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা—আজকাল প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় কটুক্তি ও ট্রলিংয়ের শিকার। কোনও ছবি বা ভিডিও পছন্দ না হলেই কমেন্ট বক্সে নেমে আসে কটাক্ষের বন্যা। এই অজ্ঞাত পরিচয় মানুষদের এমন আচরণ কীভাবে সামলান অভিনেত্রী কোয়েল মল্লিক? টলিউডে এমন অভিনেত্রী খুঁজে পাওয়া কঠিন, যাঁকে নিয়ে কখনও সোশ্যাল মিডিয়ায় ট্রলিং হয়নি—কোয়েলও তার ব্যতিক্রম নন। তবে নিজের ব্যক্তিগত জীবন ভীষণ ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি।





















