বিনোদন ডেক্স : আইটেম গান মানেই এখন তামান্না ভাটিয়া। দক্ষিণী ছবিতেই শুধু নয়, হিন্দি ছবিতেও দারুণ প্রভাব ফেলে অভিনেত্রীর শরীরী হিল্লোল। তবে সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর আইটেম গানে দেখা মেলেনি তামান্নার। সেই জন্য অনেক অনুরাগীর মনেই প্রশ্ন জেগেছিল।
বিনোদন ডেক্স : আইটেম গান মানেই এখন তামান্না ভাটিয়া। দক্ষিণী ছবিতেই শুধু নয়, হিন্দি ছবিতেও দারুণ প্রভাব ফেলে অভিনেত্রীর শরীরী হিল্লোল। তবে সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর আইটেম গানে দেখা মেলেনি তামান্নার। সেই জন্য অনেক অনুরাগীর মনেই প্রশ্ন জেগেছিল।
এদিকে ‘ধুরন্ধর’-এর জয়যাত্রা ক্রমে বেড়েই চলেছে। হলিউডের ব্লকবাস্টার ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে দাপট বজায় রেখেছে এই ছবি। মাত্র ১৬ দিনে ভারতের বাজারে ৫০০ কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর’। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-কেও টপকে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ড এখন রণবীর সিংয়ের পকেটে। ১৭ দিনে ছবির আয় এখন ৫৫০ কোটি।
উল্লেখ্য, ছবিতে এক ভারতীয় গুপ্তচরের করাচি অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো দাপুটে অভিনেতারা এই ছবিতে কাজ করেছেন। তবে তামান্নাকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত ছবির গুণগত মান রক্ষা করেছে, তা এখন বক্স অফিসের রিপোর্টই বলে দিচ্ছে।
কিউএনবি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:১১