নিউজ ডেক্স : বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স দেশের প্রতিভার গভীরতা প্রমাণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দেশের ঘরোয়া ক্রিকেট এখনো খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারেনি।
সোমবার রংপুর রাইডার্স–বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ফাহিম বলেন, দেশের ভেতরে মানসম্পন্ন ক্রিকেট আয়োজন করতে না পারার কারণেই বিদেশি বড় ফ্র্যাঞ্চাইজি লিগের ওপর নির্ভরতা তৈরি হয়েছে।ফাহিম বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনো দেশের ভেতরে এমন মানের ক্রিকেট আয়োজন করতে পারিনি, যা আমাদের খেলোয়াড়দের প্রয়োজন।





















