বিনোদন ডেক্স : রণবীর কাপুরের বহুল আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’-কে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে এবার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি—তালিকায় অবস্থান ১০ নম্বরে। বক্স অফিসে দুরন্ত গতি ধরে রেখেছে ‘ধুরন্ধর’। তৃতীয় রবিবার ছবিটি প্রাথমিক হিসেবে ৩৮.৫০ কোটি রুপি ব্যবসা করেছে।
সব মিলিয়ে ভারতের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৫৫.৭৫ কোটি রুপি। এই সাফল্যের সঙ্গে সঙ্গে ছবিটি ছাপিয়ে গেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’, যা আগে শীর্ষ ১০ তালিকার দশ নম্বরে ছিল। সর্বকালের শীর্ষ ১০ ভারতীয় সিনেমা (ভারতীয় বক্স অফিস)
পুষ্পা: দ্য রুল পার্ট ২ – ১২৩৪.১ কোটি
বাহুবলী ২ – ১০৩০ কোটি
কেজিএফ: চ্যাপ্টার ২ – ৮৫৯.৭ কোটি
আরআরআর – ৭৮২.২ কোটি
কল্কি ২৮৯৮ এডি – ৬৪৬.৩১ কোটি
জওয়ান – ৬৪০.২৫ কোটি
কান্তারা: চ্যাপ্টার ১ – ৬৩৩.৪২ কোটি
ছাবা – ৬০১.৫৪ কোটি
স্ত্রী ২ – ৫৯৭.৯৯ কোটি
ধুরন্ধর – ৫৫৫.৭৫ কোটি
এই তালিকায় চলতি বছরের তিনটি ছবি জায়গা করে নিয়েছে—কান্তারা: চ্যাপ্টার ১, ছাবা ও ধুরন্ধর। এদিকে ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেও ‘ধুরন্ধর’-এর ঢালাও প্রশংসা করেছেন।
সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ধুরন্ধর এমন এক মানুষের গল্প বলে, যে খুব বেশি কথা বলতে পছন্দ করে না। শিরোনামটিও ছবির সঙ্গে দারুণ মানানসই। সংগীত, অভিনয়, চিত্রনাট্য ও পরিচালনা—সবই শীর্ষস্থানীয়। অক্ষয় খান্না স্যার এবং রণবীর সিং অসাধারণ কাজ করেছেন।
উল্লেখ্য, ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও সারা অর্জুন। ছবিটির এই দুর্দান্ত সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতারা ঘোষণা করেছেন—আগামী বছরের মার্চে মুক্তি পাবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল।
কিউএনবি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৫৯