মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রী সহ ২জনের মৃত্যু হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি ও মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামে পদ্মা নদীতে ডুবে পৃথক মৃত্যুর ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঙ্গলবার বিকাল ৩টার দিকে গোলাবাড়ি গ্রামের ভিকু মালিথা (৭০) মাথায় ঘাসের বোঝা নিয়ে হেটে পদ্মা নদী পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তার ভাষমান মরদেহ উদ্ধার করে। অপরদিকে হাটখোলাপাড়া গ্রামের সৌদি প্রবাসী মাহবুবুর রহমানের মেয়ে জুনিয়াদহ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী মনিকা খাতুন (১৫) বান্ধবীদের সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়।
পরদিন সোমবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার হয়। রবিবার দুপুর ২টার দিকে মনিকা তার বন্ধবীদের সাথে হাটখোলাপাড়ার নীচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যায়। ভেড়ামারা ফায়ার সার্ভিস দল ও খুলনা ডুবুরি দল পদ্মা নদীতে সন্ধান চালিয়ে স্কুলছাত্রী মনিকার মরদেহ উদ্ধার করতে না পেরে অভিযান শেষ করে। পরে সোমবার সন্ধ্যায় বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর কিনারে মনিকার মরদেহ ভেষে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। পৃথক মৃত্যুর ঘটনা দৌলতপুর থানা পুলিশ অবগত আছেন বলে থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:২৮