আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্যাতিত কিশোরীর পরিবারকে আসক ফাউন্ডেশন পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) রাত ১০.৩০ মিনিটের সময় শহরের হবিগঞ্জ রোডে নির্যাতিত এক কিশোরীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা। সংগঠনের নেতৃবৃন্দরা আর্থিক অনুদান তুলে দেন নির্যাতিত কিশোরীর পিতার হাতে।
এসময় উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, জনাব, মে.মুসাদ্দেক আহমদ, সাধারন সম্পাদক, জনাব মোঃ আমজাদ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান জুয়েল, সংবাদকর্মী জহিরুল ইসলাম সোহেল প্রমুখ। আসক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক,আমজাদ হোসেন বাচ্চু বলেন, নির্যাতিত কিশোরীর পরিবারের পাশে আসক ফাউন্ডেশন পরিবার সবসময় তাদের পাশে থাকবে এবং সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানানো হয়।