নাটোর, প্রতিনিধি : নাটোরে অতিরিক্ত মাদক সেবনে সবুজ আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতরাতে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।স্বজনরা জানায় , গতরাতে সবুজ আহমেদ মাদকাসক্ত অবস্থায় শহরের হরিশপুর এলাকায় নাটোর রিহ্যাব সেন্টার নামে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরে তার অবস্থার অবনতি হলে রিহ্যাব সেন্টারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের ফলে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।নিহত সবুজ শহরের বলারীপাড়া এলাকার জাহাঙ্গির আলমের ছেলে।
কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭