
সিলেট প্রতিনিধি : আমার দেশ আমার সংস্কৃতি স্লোগানকে সামনে নিয়ে দেশ থিয়েটার সিলেটের ১০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান ঘিরে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও পথনাট্য উৎসবের পাশাপাশি চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১২মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈকালিক অনুষ্ঠানে বিকেল ৪টায় প্রথম মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।
বিমল করের গ্রন্থানা ও নির্দেশনায় তাহিয়া ইয়াছমিন মিম এর সঞ্চালনায় কাজী নজরল ইসলামের ’মোরা ঝঞ্জার মতো উদ্দাম ’ নির্মানটি উপস্থাপন করা হয়। কন্ঠ প্রয়োগে আবৃতিকে প্রাণবন্ত করেন বিথী, পিউ, হিমেল, পুজা, মিম, সুচিত্তা, ত্রয়ী, স্মিতা, প্রয়াস ও স্বপ্ন।
কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮