স্পোর্টস ডেস্ক : ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুল প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম রঞ্জি ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন। তবে চমকের যে আরও বাকি আছে, সেটা ক্যারিয়ারের তৃতীয় ফার্স্ট ক্লাস ম্যাচেই বুঝিয়ে দিলেন যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।
অভিষেকে জোড়া সেঞ্চুরি করে হয়তো মন ভরেনি যশের, তাই এবার হাঁকালেন ডাবল সেঞ্চুরি। ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ২৯ রান করে আউট হয়েছিলেন ১৯ বছর বয়সী ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে খেলেন অপরাজিত ২০০ রানের দুর্দান্ত ইনিংস। ২৬১ বলের চোখ ধাঁধানো ইনিংসে ছিল ২৬টি বাউন্ডারি। সেই সঙ্গে দলের হার বাঁচিয়ে ১ পয়েন্ট নিশ্চিত করেন।
কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০