
স্পোর্টস ডেস্ক : ১-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয়ের আশায় মিরপুরে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ দল। তবে টস জিতে ব্যাটিং নিয়ে যেন বড় ভুল সিদ্ধান্তই নিয়ে বসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এমনটাই বলতে চাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। টি-টোয়েন্টির মতো ধুমধাড়াক্কার ম্যাচে পাওয়ার প্লেতে এসেছে মাত্র ৩৪ রান। উইকেটেও হারায় ২টি।
ইতোমধ্যে টপঅর্ডার শেষ বাংলাদেশের। দলের অন্যতম ভরসা লিটন দাস আজ করেছেন মাত্র ১৩ রান। বেশি আগ্রাসী হতে গিয়ে উইকেটে বিলিয়ে এসেছেন। বিপিএলের হার্ডহিটার মুনিম শাহরিয়ার তার দ্বিতীয় আন্তর্জাতিকেও নিজেকে মেলে ধরতে পারেননি। আউট হয়ে ফিরলেন মাত্র ৪ রান করে। গত কয়েক ম্যাচ ধরে ব্যর্থ ওপেনার নাঈম শেখ আজও ভালো কিছু করে দেখাতে পারেননি। অবশ্য আজ ভাগ্য বাধ সেধেছে।
২ বাউন্ডারিতে ১৯ বলে ১৩ রান করা এ ওপেনার রানআউট হয়ে ফেরেন। এমন মুহূর্তে দলকে টেনে নেওয়ার দায়িত্ব এসে পড়ে দেশসেরা অলরাউন্ডার অভিজ্ঞ সাকিব আল হাসানের উপর। কিন্তু তিনিও ব্যর্থ। ১৫ বলে ৯ রানে শেষ হয়ে গেল তার ইনিংস। বলা যেতে পারে রান তোলার চাপে পড়ে বিদায় নিয়েছেন সাকিব। পাওয়া প্লেতে রানরেট ৫ এর নিচে ছিল। বাড়তি চাপ বোধ করছিলেন সাকিব। ওমরজাইয়ের তৃতীয় বলে মারতে গিয়ে ঠিকমতো পারেননি।
উঠিয়ে দিলেন আকাশে।উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের বল গ্লোভসবন্দি করতে বেগ পেতে হয়নি। সাকিবকে অন্যপ্রান্তে সঙ্গ দিতে নেমেছিলেন মুশফিকুর রহিম। ম্যাচটি তার কাছে বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরি পূরণ হয়েছে বাংলাদেশ দলের এ অভিজ্ঞ তারকার। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫০ রান।
কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০