সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সুস্থ দেহ সুন্দর মন, আত্নরক্ষায় কারাতে শিখুন’’ এ সোগ্লানে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার বেল্ট টেস্ট পরীক্ষায় অংশগ্রহন কারীদের মাঝে বেল্ট ও সদন বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় শহরের মুক্তির মোড় পার্কের পশ্চিম পার্শ্বে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার আয়োজনে বেল্ট টেস্ট পরীক্ষায় অংশগ্রহন কারীদের মাঝে বেল্ট ও সদন বিতরণ করা হয়। বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার প্রধান প্রশিক্ষণ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিাসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ট্রাক বন্দবস্তকারি সমিতির সভাপতি আবুল কালাম,কোচ ও জাজ বাংলাদেশ উশু ফেডারেশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আকাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল প্রমূখ। বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক আকরাম হোসেন সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার প্রশিক্ষক মমিউর রহমান সুইট, মঙ্গল কর্মকার,রফিকুল ইসলাম, হারুনুর রশিদ সহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার নওগাঁ জেলা শাখার বেল্ট টেস্ট পরীক্ষায় ৫০ শিক্ষার্থী অংশগ্রহন করেন তার মধ্যে ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে বেল্ট ও সদন প্রদান করা হয়। এ ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে রুফাইদা আফরা, কারিমা আক্তার, আকতার আলম এ ৩জন সবচেয়ে বেশী নম্বার পাওয়ায় বেস্ট শিক্ষার্থী হিসাবে তাদের কে কেস্ট, বেল্ট ও সদন প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪