স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির প্রয়াত সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান জিএম ওমর ফারুকের ৭ম মৃত্যু বার্ষিকীতে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার খড়িঞ্চী গ্রামের বাড়িতে এ স্মরনসভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রায়হান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জামশেদ আলী, ঝাঁপার সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, আসাদুল হক, রোহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, খেদাপাড়া বিএনপির হোসেন আলী, এরশাদ আলী, নজমুস শাহাদাত, মতিয়ার রহমান, চালুয়াহাটির রবিউল ইসলাম, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, ছাত্রদল আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ ওমর ফারুকের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০