
ডেস্ক নিউজ : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গীতি আলেখ্য, ফটোগ্রাফি, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন মাধ্যমে এসব অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখা বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করে।
এতে বিজয়ী হন পাঁচ জন। এ ছাড়া ‘প্রভাত ফেরির গান’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ‘একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক প্রমাণ্যচিত্র প্রদর্শন। এদিকে মিরপুর সিনিয়র শাখা ‘ভাষার কথা’ শিরোনামে একটি গীতি আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করে। এতে নাচ-গান ও আবৃত্তির মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়। গুলশান জুনিয়র শাখায় শহীদ দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষকদের সাথে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। এ ছাড়া ধানমন্ডি শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি ভিডিও বার্তায় একুশের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিত্র প্রদর্শনের পাশাপাশি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উত্তরা জুনিয়র শাখাও এই অনুষ্ঠানের আয়োজন করে। স্কলাসটিকার শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ফারাহ্ সোফিয়া আহমেদ, মিরপুর শাখার প্রধান নুরুন নাহার মজুমদার, শিক্ষা-কার্যক্রমের প্রধান সাবিনা মোস্তফা, ধানমন্ডি শাখার প্রধান রুমানা করিম, গুলশান শাখার প্রধান সৈয়দা ফারদাহ ফারহানা আলম ও উত্তরা জুনিয়র শাখা প্রধান সাজিয়া ইয়াসমিন প্রমূখ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এসব অনুষ্ঠান উপভোগ করেন অনলাইনে।
কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯