এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সন্তানহারা হতভাগ্য পিতা প্রকৌশলী নুরুল ইসলামের প্রয়াত মেয়ে ডাঃ শামারুখ এর আত্মার মাগফেরাত কামনা করে শীতার্তদের মাঝে ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করাহয়েছে। সোমবার ডাঃ শামারুখ ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল পোশাক বিতরন করা হয়।
ডাঃ শামারুখ ফাউন্ডেশন এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠ ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার সাজেদুর রহমান বকুল, প্রেসক্লাবচৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক হারুন অর রশীদ, বজ্রকলম পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আশরাফ রনিসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বিতরন অনুষ্ঠান শেষে প্রয়াত ডাঃ শামারুখ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৫