মিজানুর রহমান মিন্টুজয়পুরহাট প্রতিনিধি : ৭ম ধাপের ইউনিয় পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরোধীতা করে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৮নং আওলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল হক চৌধুরী তাওহীদ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মন্ডলকে দলীয় পদ থেকে চুড়ান্ত ভাবে বহিস্কারের জন্য জেলা কমিটি বরাবর দলীয় প্যাডে সুপারিশ করেছেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী (৭ ফেব্রুয়ারী) ৭ম ধাপের ইউপি নির্বাচনে পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নে নৌকা মনোনিত চেয়ারম্যান প্রার্থী জিহাদ মন্ডলের বিপক্ষে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন মন্ডল আনারস প্রতীক নিয়ে ও ৮নং আওলাই ইউনিয়নে নৌকা মনোনিত চেয়ারম্যান প্রার্থী এস এম ইব্রাহিম হোসাইনের বিপক্ষে আওয়ামীলীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে একরামুল হক চৌধুরী তাওহীদ মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:৫৮