মোঃ সালাহউদ্দিন আহমেদঃ আজ (১৭ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্তর দায়িত্ব গ্রহন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠে মতবিনিময়, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার জননন্দিত পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যরাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন ভুঁইয়া, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, মুক্তাদিন ডাইং এর (এম,ডি) আলহাজ্ব জাকির হোসেন ভুঁইয়া, এম এম,কে ডাইং এবং সি,এন জি ফিলিং ষ্টেশনের (এম,ডি) আলহাজ্ব আঃ মোমেন মোল্লা সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্ত। অনু্ষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রিড়া সম্পাদক ও সাবেক জেলা ছাত্রীলীগ নেতা মোঃ সাইদ হাসান কাজল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা- তার পরিবার ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়।
কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫