মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের খাদিমাচর গ্রামের একমাত্র রাস্তাটি পরিনত হয়েছে ধ্বংসস্তুপে। পাচঁ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের নিয়মিত ব্যবহারের একমাত্র রাস্তাটি দীর্ঘ ৭ বছর যাবৎ এ বেহাল দশায় রয়েছ। খাদিমাচরে শতাধিক কলকারখানা, সাইজিং, ওয়ার্কশপে রয়েছে হাজারো শ্রমিকের নিয়মিত যাতায়াত। রাস্তার বেহাল দশার কারণে ব্যবসায়ীরা তাদের উৎপাদনকৃত মালামাল সময়মতো বাজারজাত করতে না পারায় পড়তে হয় সমস্যায়। বৃষ্টিরদিনে ভোগান্তি থেকে রেহাই পায়না মসজিদে নামায পড়তে আসা মুসুল্লি থেকে শুরু করে মাদ্রাসা ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। এলাকার স্থানীয়দের অভিযোগ সড়কের বিভিন্ন স্থানে পিচ সরে গর্ত তৈরী হওয়াতে পুরো রাস্তা যেন একটি বিশাল ধ্বংসস্তূপে পরিনত হয়েছে।
রাস্তায় প্রতিনিয়ত মালামাল বহনে ও যাত্রী নিয়েই ঘটছে দূর্ঘটনা। রাস্তা ভাঙ্গা এবং সরু হওয়ায় যানবাহন থামিয়ে মালামাল খালাসের সময় দেখা যায় লম্বা যানজটের সৃষ্টি হতে। সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশ কয়েক স্থানে রাস্তার পিচ সরে গিয়ে নিচের ইট দেখা যাচ্ছে। রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু ছোট বড় গর্ত। এ কারণে গতি কমিয়ে গাড়ি চালাতে হয় এই সড়কে তবুও ঝুঁকি থেকে মুক্তি পায়না যানবাহনের চালকেরা। বেহালদশার এ রাস্তাটি নিয়ে স্হানীয় জনতা বলেন, বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের উপযোগী থাকে না কাদা যুক্ত রাস্তায় বাধ্য হয়ে চলতে হয়। প্রসূতি ও অসুস্থকে নিয়ে যাওয়া খুবই কষ্টের এমন ভাঙ্গা রাস্তা দিয়ে। স্হানীয় ব্যবসায়ী শরিফ মিয়া বলেন, রাস্তাটি এমনই বেহাল দশায় পরিনত হয়েছে বৃষ্টি পড়লে মালামাল আনতে পারিনা তাই শ্রমিকরা কাজ না করে বেকার থাকতে হয় আবার রাস্তায় পার্কিং করে মালামাল নামাতে গেলে তীব্র জানযটের সৃষ্টি হয় ফলে কারখানার শ্রমিকদের উৎপাদনে ব্যাগাত ঘটে প্রয়োজনের সময় মালামাল না পওয়ায়।
স্হানীয় ইউপি সদস্য হিমেল মোল্লা বলেন, আমার নিকট এ রাস্তাটি করার জন্য স্হানীয় জনতা বহুবার এসেছে, তাদের আশ্বাস দিয়েছি রাস্তাটি হবে আর সে আশ্বাসের জন্যই আমি ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি বহুবার। পাইকারচর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বলেন, পাইকারচর ইউনিয়নের খাদিমাচর গ্রামের রাস্তাটির কাজ খুব দ্রুতই হবে, ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু নামমাত্র মেরামত নয় এবার দুইপাশ দিয়ে আয়তন বৃদ্ধি করে একটি টেকসই ও যানজট মুক্ত রাস্তা গড়ে উঠবে।
কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭