স্পোর্টস ডেস্ক : সবশেষ বিপিএলের দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আর চ্যাম্পিয়ন হওয়ার পর আজ সোমবার নিজ রাজশাহী শহরে ট্রফিসহ গেছেন দলটির সকল সদস্যরা। উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরাও। ছাদখোলা বাসে রোড-শো শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক।
পরে জানান রাজশাহী কিংবা বগুড়াতে বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে নিজের চাওয়ার কথা। মুশফিক বলেন, ‘আমি মনে করি, রাজশাহী ও বগুড়া; দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যে যে প্রস্তুতি দরকার, আশা করি বিসিবি সেগুলো দেখবে। হাতে এখনও এক বছর সময় আছে। রাজশাহী ও বগুড়ায় খেলা হলে দর্শকসংখ্যা আরও বেশি হবে।’
মুশফিকদের দেখতে এদিন রাজশাহীতে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। শহরের যেখানেই ট্রফি নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা গেছেন, সবখানেই ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে। দর্শকদের ভালোবাসা পেয়ে বেশ উচ্ছ্বসিত মুশফিক। বিপিএলের ট্রফি রাজশাহীবাসীর প্রাপ্য ছিল বলে মনে করেন উইকেটকিপার এই ব্যাটার। মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। এটা অবশ্যই রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্য বড় পাওয়া।’
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪