জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের সমর্থনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপি ও সেচ্চাসেবক দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বাবু পাড়া, বাজার পাড়া গণসংযোগ শেষে মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাটিরাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের তাকিয়া টিলা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাকিল আহম্মদ এর সঞ্চালনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, “ওয়াদুদ ভুঁইয়া পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির প্রতীক। মাটিরাঙ্গার প্রতিটি মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন,খাগড়াছড়ি-২৯৮ আসনে সৎ, সাহসী ও জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলার মতো একজন প্রতিনিধির প্রয়োজন। ওয়াদুদ ভুঁইয়া সেই যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে জানিয়ে তিনি আরো বলেন, তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ হবে একটি অনন্য দৃষ্টান্ত। এর মাধ্যমে পাহাড়ের অবহেলিত মানুষের কষ্ট লাঘব হবে। তিনি সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর ও গ্রাম পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২৮