তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় একটি খাল দখলের অভিযোগ উঠেছে এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। পৌর শহরের পানি নিষ্কাশনের একমাত্র খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশে ক্ষমতাশীলদের দখলে চলে যাওয়ায় শহরের ড্রেনেজ ব্যবস্থা কোনো কাজেই আসছে না বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, সম্প্রতি খালের একটি গুরুত্বপূর্ণ অংশে মাটি ফেলে ঘর নির্মাণের মাধ্যমে ব্যক্তিগতভাবে দখল নেওয়ার চেষ্টা করছেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে বাঁধাগ্রস্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীরা জানান, এটি পৌর শহরের একমাত্র খাল এবং অনেকেই জন্মের পর থেকেই খালটি দেখে আসছেন। খালটি এভাবে দিনের পর দিন দখল হয়ে গেলে একসময় পানি চলাচল বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং জনদুর্ভোগের সৃুষ্ট হবে বলে জানিয়েছেন তারা।
আমলাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মুকুল বলেন, সরকারি দপ্তরের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় ভুয়া কাগজ তৈরি করে আগেও দখলকান্ডের ঘটনা ঘটিয়েছেন এই মুক্তিযোদ্ধা। এখন আবার খাল দখলের চেষ্টা চালাচ্ছেন তিনি। বিষয়টি সত্যিই লজ্জাজনক।
আরেক বাসিন্দা জানান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার খালে মাটি ফেলে ভরাট করছেন এবং শুনতেছি সেখানে ঘর করবেন। খালটি ভরাট হয়ে গেলে আমরা চরম দুর্ভোগে পড়বো।
স্থানীয় বাসিন্দা ধনেশ পত্রনবীশ বলেন, বর্তমানে খালের বিভিন্ন অংশ দখলের কবলে পড়ায় শহরের ড্রেনেজ ব্যবস্থা কার্যকর নেই। তিনি দ্রুত পুরো খালটি দখলমুক্ত করে, পুনরায় খননের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার দাবি করেন, খালের জায়গা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া হয়েছে। এটি উনার নিজস্ব কাগজপত্রভুক্ত জমি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরোজা আফসানা বলেন, খবর পাওয়ার পরপরই মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যিনি খালটি ভরাট করছিলেন তিনি বন্দোবস্তের কাগজ নিয়ে এসেছেন। যেহেতু এটি খাল হিসেবে দেখেছি আমরা, তাই ওই কাগজপত্রসহ অন্যান্য বিষয় তদন্ত করতে দিয়েছি। এই খালটি পানি চলাচলের অন্যতম মাধ্যম। এটি ভরাট হয়ে গেলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সে কারণে বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
কিউএনবি/খোরশেদ/২৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০