আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পারিবারিক বিরোধের জেরে গুলির ঘটনায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। পুলিশের বরাতে রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। পুলিশ জানায়, পারিবারিক কলহের পর সন্দেহভাজন ওই ব্যক্তি পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই নারী ও দুই কন্যাশিশু রয়েছে।
নিহতদের মধ্যে সন্দেহভাজনের দুই সহোদর ভাই, তার ভাবি, স্ত্রী এবং কন্যা রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও গুলি চালায়। পরে এলাকাটি ঘিরে ফেলে অভিযানের মাধ্যমে তাকে আহত অবস্থায় আটক করা হয়
কিউএনবি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫৭