স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড টানা তৃতীয় মৌসুমের মতো বিগ ব্যাশ লিগ খেলছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী মাসের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে বড় ভূমিকা ছিল ট্রাভিস হেডের। পাঁচ টেস্টে তিনি করেন ৬২৯ রান। সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়া সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।
ক্যামেরন গ্রিনও বিগ ব্যাশে থাকছেন না। তিনি ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছেন। তার বিগ ব্যাশের কোনো চুক্তি নেই। ২০২৪ সালের শেষ দিকে বড় ধরনের পিঠের অস্ত্রোপচার হয়েছিল তার। এখন তিনি পুরো ফিট হওয়ার চেষ্টা করছেন। লক্ষ্য টি–টোয়েন্টি বিশ্বকাপ। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। কামিন্সের পিঠে সমস্যা আছে। হ্যাজলউডের হ্যামস্ট্রিংয়ে চোট। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তাদের ঝুঁকি নেওয়া হবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার বলেন, ‘পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ খুবই কঠিন।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আমরা আলাদা পরিকল্পনা করেছি। লক্ষ্য হলো অ্যাশেজের ধকল কাটানো এবং সামনে থাকা আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।’ তিনি যোগ করেন, ‘যেখানে সম্ভব, সেখানে খেলোয়াড়রা চলমান বিগ ব্যাশে নিজেদের ক্লাবের হয়ে খেলছে।’অস্ট্রেলিয়া ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে। কলম্বোতে গ্রুপ ‘বি’-তে তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।
কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:৩৩