শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে তীব্র শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি পৌরসভার হরিজন পল্লী, রেলওয়ে ষ্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন।
জানা গেছে, কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা গুলো। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের অসহায়, গরিব-দুঃখী ছিন্নমূল মানুষরা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। কনকনে শীতের রাতে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসব ছিন্নমূল মানুষরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল ও অসহায় মানুষরা। প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত শীতার্ত ব্যক্তিদের খুঁজে খুঁজে সহায়তা করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রণব সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হাকিম, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানাসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪