এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোর কোথায় ?। বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্র যেখানে তিনদিন শোক ঘোষণা করেছেন। সেখানে রাষ্ট্রের আদেশ লংঘন করে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম স্কুলের কার্যক্রম চালাচ্ছেন কোন শক্তিতে ?। এমন প্রশ্ন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে।
দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকহত। রাষ্ট্রীয় ভাবে ৩১ ডিসেম্বর দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস-আদালদ, ব্যাংক-বীমা বন্ধ ঘোষনা করা হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ়চেতা ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো। সে কারণে রাষ্ট্রীয় ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। সে খানে তিনি বন্ধের দিনে স্কুল খোলা রেখে রীতিমতো রাষ্ট্রীয় আদেশকে অমান্য করেছেন। প্রধান শিক্ষককে পতিত আওয়ামীলী সকারের দোসর বলে দাবী করেছেন এলাকাবাসী।
কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোন ব্যাপারে কারো পরামর্শ নেননা। ৩১ ডিসেম্বর স্কুল বন্ধ থাকলেও তিনি জোরপূর্বক আমাদেরকে স্কুলে আসতে বাধ্য করেন। তিনি বলেন আমার স্কুলে আমার কথায় শেষ কথা। এখানে আমার আইন চলবে। আমি যেটা বলব সেটাই আইন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়।
কিছু বাকী ছিলো তাই শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের ডেকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ বলেন, প্রধান শিক্ষককে বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি তানভির আহমদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২২