স্পোর্টস ডস্ক : কোরিয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক সতীর্থ রোনালদো ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। ৪০ বছর বয়সী মিডফিল্ডার দুজনের প্রশংসা করে জানান, এই ধরনের প্রশ্ন শুনতে তার ভালো লাগে না। মদরিচ বলেন, ‘আমি এই প্রশ্ন পছন্দ করি না। তারা একটি যুগের শুরু করেছে। ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার সম্পৃক্ততা অনেক বেশি, কারণ তার সঙ্গে খেলেছিলাম। মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল।
আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সে শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নয়, সে অসাধারণ মানুষ। লোকেরা জানে না, সবসময় অন্যকে সাহায্য করার জন্য তার বিশাল একটা হৃদয় আছে। ব্যক্তি হিসেবে আমি তাকে (মেসি) জানি না, কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে সেও অসাধারণ। একজন খেলোয়াড় হিসেবে চমৎকার।’
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২২