বিনোদন ডেক্স : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। নানা বিতর্কের মাঝেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি। তবে বিপুল আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়েছে সিনেমাটি—এমনটাই দাবি করেছেন ছবির পরিবেশক। বিশ্বের একাধিক দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ‘ধুরন্ধর’-এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।
পরিবেশক পর্ণব কাপাডিয়ার দাবি, এই নিষেধাজ্ঞার কারণে বিদেশের বাজারে ছবিটির আয় আরো অনেক বেশি হতে পারত। সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে পর্ণব কাপাডিয়া বলেন, ‘আমার ধারণা, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বাজারে মুক্তি না পাওয়ার কারণে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগের অভিজ্ঞতা বলছে, অ্যাকশন ছবিগুলো ওই অঞ্চলে সবসময়ই খুব ভালো ব্যবসা করে। তাই আমরা দৃঢ়ভাবে মনে করি, ছবিটি সেখানে মুক্তি পাওয়া উচিত ছিল।
তবে একইসঙ্গে তিনি জানান, প্রতিটি দেশের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিয়ম ও আইন রয়েছে, যেগুলোকে সম্মান করতেই হবে। তাঁর ভাষায়, “এটা প্রথম ছবি নয় যেটি সেখানে মুক্তি পায়নি। এর আগেও ‘ফাইটার’-সহ একাধিক ছবি ওই অঞ্চলে নিষিদ্ধ হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ‘ধুরন্ধর’ অন্য বাজারেই তার দর্শক খুঁজে পেয়েছে।
পরিবেশক আরো জানান, ডিসেম্বরের শেষার্ধে মুক্তির কারণে অনেক দর্শক ছুটিতে বিদেশ ভ্রমণে থাকেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও উত্তর আমেরিকায় যাওয়া পর্যটকরা ছবিটি দেখার সুযোগ পেয়েছেন, যা আয়ের ক্ষেত্রে সহায়ক হয়েছে। উল্লেখ্য, ‘ধুরন্ধর’ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে মুক্তি পায়নি।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ছবিটি ২০২৫ সালের বিদেশের বাজারে সবচেয়ে সফল ভারতীয় সিনেমা হিসেবে উঠে এসেছে। মাত্র ২৬ দিনে বিদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭.৫ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই এসেছে ১৭ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় এখন পর্যন্ত ১১০১ কোটি রুপি।
আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী ও সারা অর্জুন। এদিকে দর্শকরা ইতিমধ্যেই ছবিটির সিক্যুয়ালের জন্য অপেক্ষা শুরু করেছেন। জানা গেছে, ‘ধুরন্ধর’-এর পরবর্তী পর্ব ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কিউএনবি / মহন / ৩১ ডিসেম্বর ২০২৫ ,/ সন্ধা ৭:২২