শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড নোয়াখালীতে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান ৫৮ কোটি টাকা লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু কৃষকের ক্ষতি মহেশপুরে রাতের আঁধারে  একবিঘা ড্রাগন ও পটল ক্ষতে কেটে দিল দুর্বৃত্তরা,থানায়  অভিযোগ  কাবা শরীফে লাফিয়ে পড়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা অল-বাংলাদেশ ফাইনালে গৌরব-তানভীর জুটি চ্যাম্পিয়ন নেত্রকোণায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নেত্রকোণায় ১২৮টি গির্জা-উপাসনালয়ে বড়দিন পালিত বিয়ের দিনেই প্রাণ গেল ফারুকের; শোকস্তব্ধ পাথরডুবি

নেত্রকোণায় ১২৮টি গির্জা-উপাসনালয়ে বড়দিন পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোণায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার মোট ১২৮টি গির্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে। গতকাল সকাল থেকে গির্জা গুলোতে বিশেষ প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ধর্মীয় সংগীত পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

জেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলায় রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইলের ‘মারিয়া আমাদের সহায় ধর্মপল্লী’সহ মোট ৭০টি গির্জা ও উপাসনালয়ে বড়দিন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। অন্যদিকে কলমাকান্দা উপজেলার রানীগাঁও, পাঁচগাঁওসহ ৩৬টি গির্জা ও উপাসনালয়ে বড়দিন উদযাপন করা হয়। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় আরও ২২টি গির্জা-উপাসনালয়ে বড়দিন পালিত হচ্ছে।

বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে এক মিলনমেলায় পরিণত করেন। এ দিনে কর্মস্থল বা দূর-দূরান্তে থাকা পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে মিলিত হন তারা। জেলা পুলিশের তথ্যমতে, দুর্গাপুরে ৭০টি, কলমাকান্দায় ৩৬টি এবং অন্যান্য উপজেলায় ২২টি গির্জা- উপাসনালয়ে বড়দিন উদযাপনের আয়োজন করা হয়েছে। এদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জানিয়েছে, এ বছর জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৬০টি উপাসনালয়ে বড়দিন উদযাপিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit