মাইদুল ইসলাম মুকুল, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম : বিয়ের সাজে নয়, কাফনের চাদরে মোড়ানো হলো ফারুক আহমেদ (২৮)-কে। নিজের বিয়ের দিনেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরডুবি থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাস (রেজি: ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) ও একটি মোটরসাইকেল (রেজি: কুড়িগ্রাম হ-১৩-২৭০৩)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফারুক আহমেদ নিহত হন।
নিহত ফারুক আহমেদ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদের ছেলে এবং আছুফা বেগমের সন্তান। আজই ছিল তার বিয়ের দিন। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি—হাসি, গল্প আর আনন্দে মুখর ছিল চারপাশ। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ রূপ নেয় শোকের মাতমে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ফারুকের সঙ্গে ছিলেন তার বন্ধু মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০)। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা এলাকায় ঘন কুয়াশা থাকায় সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণেই দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। যে ঘরে আজ বাজবার কথা ছিল বিয়ের সানাই, সেখানে এখন শুধু কান্নার রোল। নববধূর হাতে ওঠার কথা ছিল মেহেদির রঙ—সেই হাতে এখন অশ্রু আর দীর্ঘ অপেক্ষা। পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশী জসীমউদ্দীন বলেন, “ফারুক খুব ভদ্র, শান্ত আর সবার প্রিয় ছেলে ছিল। তার এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। পুরো পাথরডুবি আজ স্তব্ধ।”
দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে এলাকায় যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”একটি বিয়ের আনন্দ মুহূর্তে এমন হৃদয়বিদারক পরিণতি—কেউ কল্পনাও করেনি। আজ আন্ধারীঝাড় শুধু একজন যুবককে নয়, হারাল একটি স্বপ্ন, একটি সম্ভাবনাময় জীবন।
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩০