ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মির্জাপুরের কৃতি সন্তান সাইদুর রহমান সাইদ সোহরাব-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব খন্দকার মোবারক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব হাজী সোহরাব, জনাব মোহাম্মদ মান্নান খান মান্না (আহ্বায়ক, মির্জাপুর পৌর কৃষক দল), জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, মির্জাপুর,কাজী হারিস সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দগণ বলেন, সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে মির্জাপুরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা রয়েছে। তারা দলীয় ঐক্য সুদৃঢ় রেখে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কিউএনবি /অনিমা/ ১৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২২