নিউজ ডেক্স : একবিংশ শতাব্দীতে এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জয়ের কীর্তি গড়ল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০০৯ সালে বার্সেলোনা ও ২০২০ সালে বায়ার্ন মিউনিখের পর তৃতীয় পুরুষ দল হিসেবে এই অনন্য অর্জনে নাম লেখাল ফরাসি ক্লাবটি। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পিএসজির রাশিয়ান গোলকিপার ছিলেন দেয়ালের মতো।
ফ্ল্যামেঙ্গোর চারটি স্পটকিক ঠেকিয়ে দিয়ে দলকে ২–১ ব্যবধানে জয় এনে দেন তিনি। তার দৃঢ়তায় নিশ্চিত হয় পিএসজির ইতিহাসের প্রথম বৈশ্বিক শিরোপা। ২০২৫ ক্যালেন্ডার বছরে পিএসজির শিরোপা ভাগ্য ছিল দারুণ। ক্লাব বিশ্বকাপ ছাড়া পথে যা ছিল সবই নিজেদের করে নিতে পেরেছে প্যারিসিয়ানরা।
লিগ আঁ জয়ের পাশাপাশি তারা জিতেছে ফরাসি কাপ, ট্রফি দেস চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান সুপার কাপ। সবশেষ ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মাধ্যমে ছয় শিরোপার স্বপ্নপূরণ হলো ফরাসি চ্যাম্পিয়নদের।
কিউএনবি / মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:৩১