নিউজ ডেক্স : ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে বিমানবন্দরে ঘটে যাওয়া এক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। চেক-ইন কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক ভক্তের অতিরিক্ত আচরণে ধৈর্য হারাতে দেখা যায় এই পেসারকে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ভক্ত সেলফি ভিডিও করতে করতে বুমরাহর একেবারে কাছাকাছি চলে আসেন।
তখন বুমরাহ তাকে সতর্ক করে বলেন, ‘ফোন পড়ে গেলে যেন তাকে দায়ী না করা হয়।’ কিন্তু ভক্ত রেকর্ডিং বন্ধ না করায় একপর্যায়ে বুমরাহ ফোনটি সরিয়ে নিতে উদ্যোগী হন। ভিডিওতে শোনা যায় কথোপকথন ভক্ত : আপনার সাথেই যাব স্যার। বুমরাহ: আপনার ফোন পড়ে গেলে আমাকে দোষ দেবেন না। ভক্ত: কোনো সমস্যা নেই স্যার।
এদিকে মাঠের খবরেও ছিল হতাশা। বুধবার লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অতিরিক্ত কুয়াশার কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দৃশ্যমানতা এতটাই খারাপ ছিল যে টস পর্যন্ত করা যায়নি।
কিউএনবি / মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:২২