বিনোদন ডেস্ক : বলিউডের নায়িকা আলিয়া ভাট কি পাকিস্তানে যাবেন? প্রতিবেশী দেশের এক অনুরাগী সরাসরি অভিনেত্রীকে এই প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরে আলিয়া যে উত্তর দিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
নিউজ এইট্টিন লিখেছে- সম্প্রতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আলিয়া বিদেশি সিনেমায় কাজ করা নিয়ে কথা বলছিলেন। সে সময়ে দর্শক আসন থেকে আলিয়ার পাকিস্তানি এক ভক্ত এক প্রশ্ন করেন, আলিয়া কি কখনও পাকিস্তানে আসবেন?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেত্রী। আলিয়া জানিয়েছেন, কাজের প্রয়োজনে তিনি যে কোনো জায়গাতেই যেতে রাজি। আলিয়ার এ কথায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছেন, “আলিয়া সরাসরি পাকিস্তানের নাম নেননি। তার মানে উনি যাবেন না।” কেউ বলেছেন, ‘বুদ্ধিমতি আলিয়া, সব কথা বলতে নেই’।
১৩ বছরের ক্যারিয়ারে নানা স্বাদের সিনেমা উপহার দিয়েছেন আলিয়া। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে বদলে ফেলতে চাইছেন এই তারকা। প্রযোজক হিসেবেও নতুন ভ্রমণ শুরু করেছেন এই বলিউডি অভিনেত্রী।
কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০১