শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে অপসারণ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি। উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলে থাকা প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৫০